কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার ১৫ তলা ভবনের ১৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আজ শনিবার সকাল নয়টা ২৬ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসকে জানানো হয়। এরপর দ্রুত ব্যবস্থা নিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ। ভবনটির ১৪ তলায় সিলেট গ্যাস ফিল্ডস-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভবনটির আগুন নিয়ন্ত্রণে আসায় ক্ষতিগ্রস্ত জিনিসপত্র ডাম্পিং ও ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলেই মনে করছে ফায়ার সার্ভিস। তবে ঘটনাস্থলে অনুসন্ধান করা হচ্ছে বলে জানান কর্মকর্তারা। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ভবনটিতে এসিসহ বেশ কিছু জিনিসপত্র পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানায় ফায়ার সার্ভিস সূত্র।
মেহেরপুরের সেই ‘বোমা’ আতঙ্কের অবসান পূর্ববর্তী

মেহেরপুরের সেই ‘বোমা’ আতঙ্কের অবসান

ঘরে চেতনানাশক স্প্রে করে মালামাল লুট পরবর্তী

ঘরে চেতনানাশক স্প্রে করে মালামাল লুট

কমেন্ট