কাশ্মীরে হিমবাহে নিহত ৫৭

কাশ্মীরে হিমবাহে নিহত ৫৭

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হিমবাহে অন্তত ৫৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো বহু লোক। মঙ্গলবার পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। দুই কর্মকর্তা জানিয়েছেন, প্রবল বৃষ্টিপাতের কারণে নিলম উপত্যকার অনেক গ্রামবাসী এখনো হিমবাহের মধ্যে আটকা পড়ে আছেন। বৃষ্টিপাতের কারণে এই এলাকায় ভূমিধসও হয়েছে। গত ২৪ ঘন্টায় এই এলাকায় হিমবাহের কারণে ৫৭ জন নিহত হয়েছে। এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। তবে এখনো ওই এলাকায় অনেক লোক নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে এদের সবাই মারা গেছেন।
মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি স্যান্ডার্সের বাংলায় স্ট্যাটাস! পূর্ববর্তী

মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি স্যান্ডার্সের বাংলায় স্ট্যাটাস!

সৌদি রাজকুমারি হাইফাকে স্থায়ী প্রতিনিধি নিযুক্ত করল ইউনেস্কো পরবর্তী

সৌদি রাজকুমারি হাইফাকে স্থায়ী প্রতিনিধি নিযুক্ত করল ইউনেস্কো

কমেন্ট