কিশোরগঞ্জে করোনায় নতুন শনাক্ত ১৯

কিশোরগঞ্জে করোনায় নতুন শনাক্ত ১৯

কিশোরগঞ্জ জেলায় সর্বশেষ পাওয়া নমুনা পরীক্ষা রিপোর্টে নতুন করে ১৯ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। ফলে এ ভাইরাসে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ২৫৩ জনে দাঁড়িয়েছে। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। তিনি জানান, শনিবার (১৬ মে) জেলায় সংগৃহীত মোট ১১৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আজকে পাওয়া যায়। এর মধ্যে ১৯ জনের করোনা পজেটিভ এবং বাকি ৯৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন পর্যন্ত ৪টি রিপোর্ট পেন্ডিং ও ২টি ‍পুরাতন নমুনা পজেটিভ রয়েছে। তিনি আরও জানান, নতুন করোনা শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার দুইজন, করিমগঞ্জ উপজেলার তিনজন, তাড়াইল উপজেলার একজন, পাকুন্দিয়া উপজেলার দুইজন, কটিয়াদি উপজেলার দুইজন,বাজিতপুর উপজেলার আটজন এবং ভৈরব উপজেলার একজন। তাছাড়া, নতুন শনাক্ত ১৯ জনের মধ‌্যে ১০ জন পুরুষ, নারী ৫ জন ও ৪ জন শিশু আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বাজিতপুরে আক্রান্ত ৮ জনের সকলেই একই পররিবারের সদস‌্য। এছাড়া, বর্তমানে জেলায় মোট ৬৯ জন করোনা রোগী এবং ৫ জন সাসপেক্টটেড বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। জেলায় মোট ২৫৩ জন আক্রান্তের মধ‌্যে এক শিশুসহ সাতজন মারা গেছেন।
চোরাইপথে পদ্মা পাড়ি, ১৯ ট্রলার ডোবাল নৌ-পুলিশ পূর্ববর্তী

চোরাইপথে পদ্মা পাড়ি, ১৯ ট্রলার ডোবাল নৌ-পুলিশ

বেতন-বোনাসের দাবিতে কমলাপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ পরবর্তী

বেতন-বোনাসের দাবিতে কমলাপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

কমেন্ট