কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাপ্পী ওরফে রাজিব (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি ক্রিজ, একটি রামদা ও ১২০০ পিস ইয়াবা উদ্ধার করে। গতকাল সোমবার গভীর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাপ্পী পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি ও ১১টির অধিক মাদক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরো জানায়, সে বাপ্পী সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকার মৃত দেলোয়ার হোসেন দেলুর ছেলে। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুনুর রশীদ জানান, বিপুল পরিমাণ মাদকের একটি চালানের গোপন সংবাদ পেয়ে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি বাপ্পী ও তার সহযোগীরা হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক কারবারি বাপ্পী গুলিবিদ্ধ হন। পরে বাপ্পীকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
এবার বিডিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ! পূর্ববর্তী

এবার বিডিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ!

৯ বুথ থেকে ১৪ লাখ টাকা নিয়েছে চক্র পরবর্তী

৯ বুথ থেকে ১৪ লাখ টাকা নিয়েছে চক্র

কমেন্ট