কৃষ্ণসার হত্যা মামলায় ফের বিপাকে সোনালি-সাইফ-টাবু!

কৃষ্ণসার হত্যা মামলায় ফের বিপাকে সোনালি-সাইফ-টাবু!

কৃষ্ণসার হত্যা মামলায় সোনালি, টাবু সহ বাকিদের বেকসুর খালাস করেছিল ভারতের জোধপুর আদালত। সেই রায়ের বিরুদ্ধে মামলা করতে চলেছে রাজস্থান সরকার। এপ্রিল মাসে জোধপুরের ট্রায়াল কোর্ট পাঁচ বছরের জেলের সাজা ঘোষণা করে সালমান খানের বিরুদ্ধে। কোনও তথ্য প্রমাণ না থাকায় ছাড়া পান সাইফ আলি খান, টাবু, সোনালি বেন্দ্রে সহ বাকি অভিযুক্তরা। তবে আজ রাজস্থান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজস্থান হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন করবে তারা। ১৯৯৮ সালে রাজস্থানের কঙ্কনি গ্রামে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ে গিয়ে কৃষ্ণসার শিকার করেন সলমান। এরজন্য ২০০৬ সালে জরিমানার পাশাপাশি পাঁচ বছরের কারাদণ্ডের সাজা হলেও তা রদ করে রাজস্থান হাইকোর্ট। সব অভিযোগ তুলে নিয়ে তাঁকে বেকসুরও ঘোষণা করা হয়। তবে ২০ বছর ধরে মামলা চলার পর জোধপুর আদালত তাঁকে দোষীসাব্যস্ত করে। পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। যদিও সালমান এখন জামিনে রয়েছেন।
মা হতে চলেছেন আনুশকা? পূর্ববর্তী

মা হতে চলেছেন আনুশকা?

১০০ কোটির ক্লাবে শ্রদ্ধা-রাজকুমারের 'স্ত্রী' পরবর্তী

১০০ কোটির ক্লাবে শ্রদ্ধা-রাজকুমারের 'স্ত্রী'

কমেন্ট