‘কেদারনাথে’ মুসলিম নায়িকা কেন? নিষিদ্ধের দাবি বিজেপির

‘কেদারনাথে’ মুসলিম নায়িকা কেন? নিষিদ্ধের দাবি বিজেপির

২০১৩ সালে হিমালয়ের কোলে অবস্থিত কেদারনাথ মন্দির ও তার আশপাশের বিশাল এলাকাজুড়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা নিয়েই তৈরি হয়েছে ‘কেদারনাথ’ চলচ্চিত্রটি। ভারতের একজন বিজেপি নেতার দাবি, ‘কেদারনাথ’ হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে ও ‘লাভ জিহাদ’ প্রচার করছে। তাই ছবিটির মুক্তি নিষিদ্ধের দাবি জানিয়েছেন তিনি। বিজেপির প্রচারমাধ্যম বিভাগের সদস্য অজেন্দ্র অজয় সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের সভাপতি প্রসূন জোশিকে চিঠিতে লিখেছেন, ভারতের ইতিহাসের সবচেয়ে খারাপ বিপর্যয়ের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলার পাশাপাশি অভিষেক কাপুর পরিচালিত এই চলচ্চিত্রটি হিন্দু ভাবাবেগ নিয়ে মজা করেছে। ‘কেদারনাথ’ চলচ্চিত্রটির মূল দুই অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের মধ্যে একটি চুম্বন দৃশ্যসহ এই ছবির টিজার ও পোস্টারে একটি ট্যাগলাইন দেওয়া হয়েছে, ‘প্রেম এক তীর্থযাত্রা।’ বিজেপির ওই নেতার অভিযোগ, কেদারনাথ কোটি কোটি হিন্দুর বিশ্বাসের প্রতিনিধিত্ব করে। এই ধরনের পোস্টার ও দৃশ্য তাতে আঘাত হানছে। অজেন্দ্র বলেন, কেদারনাথ কোটি কোটি হিন্দুর বিশ্বাসের জায়গা। সেখানে ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের পটভূমি সামনে রেখে প্রেমের গল্প বলা হচ্ছে। এতে হিন্দু ধর্মাবলম্বীদের অপমান ও অসম্মান করা হচ্ছে। পরিচালক অভিষেক কাপুর এবং দুই অভিনেতা সুশান্ত সিং রাজপুত ও সারা আলি খান। ছবি : সংগৃহীত একজন মুসলিম ভারবাহক ও হিন্দু তীর্থযাত্রীর প্রেমের গল্পকে উপজীব্য করে এই চিত্রনাট্যকে আক্রমণ করে অজেন্দ্রর অভিযোগ, কেন মূল চরিত্রে কোনো হিন্দু অভিনেতাকে নেওয়া হলো না? লাভ জিহাদ প্রচার করার অভিযোগ এনে এই বিজেপি নেতা বলেন, কেদারনাথকে এভাবে উপস্থাপন করার জন্য তীর্থস্থানের পুরোহিতদের মধ্যেও প্রচণ্ড ক্ষোভ দেখা দিয়েছে। রনি স্ক্রুইওয়ালা ও প্রজ্ঞা কাপুরের তৈরি ‘কেদারনাথ’ মুক্তির বিষয়ে নিষেধাজ্ঞা জারির জন্য সিবিএফসি সভাপতিকে অনুরোধ করে চিঠিও দিয়েছেন অজেন্দ্র। ২০১৩ সালের বন্যাবিধ্বস্ত কেদারনাথ এলাকার প্রেক্ষাপটে ভালোবাসার গল্প নিয়ে এ ছবি। প্রথম পোস্টারে দেখা যায়, প্রাণোচ্ছল পর্যটক মুক্কু (সারা) একটি কান্ডিতে চেপে মনসুরের (সুশান্ত) সঙ্গে কেদারনাথের পথে যাচ্ছে। পোস্টার প্রকাশের পর ইনস্টাগ্রামে সারা লিখেছিলেন, ‘ট্র্যাজেডি নয়, প্রকৃতির রোষ নয়, ঈশ্বরের কোনো কাজ ভালোবাসাকে আটকাতে পারে না!’ এর আগে শোনা গিয়েছিল, সারার অভিষেক ছবি হতে পারে ‘সিম্বা’। তবে ‘সিম্বা’র মুক্তি তারিখ ঘোষণা করা হয় ২৮ ডিসেম্বর। আর ‘কেদারনাথ’ মুক্তি পাচ্ছে ৭ ডিসেম্বর। তাই ‘কেদারনাথ’ দিয়েই বলিউডে যাত্রা শুরু হচ্ছে তারকাকন্যা সারা আলি খানের।
রহমানের সঙ্গে বিয়ে? যা বললেন সুস্মিতা সেন পূর্ববর্তী

রহমানের সঙ্গে বিয়ে? যা বললেন সুস্মিতা সেন

শাকিব-রনীর বিরুদ্ধে ফের অভিযোগ পরবর্তী

শাকিব-রনীর বিরুদ্ধে ফের অভিযোগ

কমেন্ট