কোটা আন্দোলন নিয়ে গুজব: মামলার প্রতিবেদন ৪ জুলাই

কোটা আন্দোলন নিয়ে গুজব: মামলার প্রতিবেদন ৪ জুলাই

চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ও উসকানিমূলক তথ্য প্রচার করার অভিযোগে দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ জুলাই দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবীব এ তারিখ ধার্য করেন। গতকাল প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা কোনো প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। গত ৮ এপ্রিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনের সময় ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার, মৃত্যু ও রগ কাটার গুজব ছড়ানো, উসকানিমূলক তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে কিছু লোক। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ মনিটরিং করে এই তথ্য পায়। পরে ১১ এপ্রিল কাউন্টার টেররিজম ইউনিটের এসআই এস এম শাহজালাল 'অজ্ঞাতনামা' আসামিদের বিরুদ্ধে রাজধানীর রমনা মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত) ২০১৩ এর ৫৭(২)/৬৬ ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামির সংখ্যা উল্লেখ না করলেও কোটা আন্দোলন নিয়ে গুজব ছড়ানো বিভিন্ন ফেসবুক আইডির নাম ও পোস্ট সংযুক্ত করা হয়।
রোহিঙ্গারা আশ্রয় প্রদানে সরকারের সব পদক্ষেপে স্থানীয় জনগণ সমর্থন দিচ্ছে : প্রধানমন্ত্রী পূর্ববর্তী

রোহিঙ্গারা আশ্রয় প্রদানে সরকারের সব পদক্ষেপে স্থানীয় জনগণ সমর্থন দিচ্ছে : প্রধানমন্ত্রী

বেসিক ব্যাংক দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাদের তলব পরবর্তী

বেসিক ব্যাংক দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাদের তলব

কমেন্ট