কোটা আন্দোলন: হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ

কোটা আন্দোলন: হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ

কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে-তা জানতে চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার ঢাবির আহত ৪ শিক্ষার্থী ও রাবির আহত শিক্ষার্থী তরিকুল পক্ষে সুপ্রিম কোর্টের ১৩ জন আইনজীবী রেজিস্ট্রি ডাক যোগে এ নোটিশ পাঠান। ঢাবির ৪ শিক্ষার্থী হলেন ফারুক হাসান, মশিউর রহমান, জসিম উদ্দিন ও রাশেদ। বিশ্ববিদ্যালয় দুটির ভিসি, প্রক্টর ও রেজিস্ট্রার বরাবর পাঠানো ওই নোটিশে বলা হয়েছে, গত ৩০ জুন ও ১ জুলাই হামলার ঘটনায় কী ব্যবস্থা নিয়েছেন তা নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নোটিশে বলা হয়েছে, আমাদের মক্কেলরা (নোটিশ প্রদানকারী) সচেতেন নাগরিক হিসেবে চলমান কোটা সংস্কার আন্দোলনে যোগ দেন। তারা বিগত কয়েক মাসের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেছে। প্রত্যেকের সমর্থন ও বিশ্ববদ্যালয় কর্তৃপক্ষ এই আন্দোলনকে একটি বৈধ আন্দোলন হিসেবে উল্লেখ করায় আমাদের মক্কেলরা আরো উৎসাহিত হয়। নোটিশ প্রদানকারী অন্যতম আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া জানান, আন্দোলনের একপর্যায়ে দুটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ কর্মীরা হামলায় চালায়। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু হামলাকারীদের ব্যাপারে অবগত থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যা সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত এবং বিশ্ববিদ্যালয়ের ও দেশের প্রচলিত আইনের পরিপন্থি। এতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, আপনারা (বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ) পদে থাকার উপযুক্ত নন।
ডেসনিটির মামলা নিষ্পত্তির নির্দেশ পূর্ববর্তী

ডেসনিটির মামলা নিষ্পত্তির নির্দেশ

বয়োজ্যেষ্ঠ ও মুক্তিযোদ্ধারা পাবেন ৫ বছরের ভারতীয় ভিসা পরবর্তী

বয়োজ্যেষ্ঠ ও মুক্তিযোদ্ধারা পাবেন ৫ বছরের ভারতীয় ভিসা

কমেন্ট