কোনো অনুশোচনা নেই সেই খুনির!

কোনো অনুশোচনা নেই সেই খুনির!

শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে গুলি চালিয়ে ৪৯ জনকে হত্যা করে ব্রেন্টন ট্যারেন্ট নামের এক ব্যক্তি। ইতোমধ্যে এই লোককে আদালতে হাজির করার পাশাপাশি রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আদালতে হাজির করার সময় নির্বিকারভাবে হাসছিল সে। তার মধ্যে অনুশোচনার লেশমাত্র ছিল না। প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছেন। নিউজিল্যান্ড হেরাল্ড-এর এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্রাইস্টচার্চ ডিস্ট্রিক্ট কোর্টে সাদা পোশাক ও হাতকড়া পরে খালি পায়ে টারান্টকে হাজির করা হয়। সে সময় কোনো কথাই বলেনি সে। বরং নির্বিকারভাবে হাসছিল। শুনানির সময় তাকে দেখে মনে হচ্ছিল তার মধ্যে অনুশোচনার লেশমাত্র নেই। জানা গেছে, সংবাদমাধ্যমের কর্মীরা শুনানির সময় তার ছবি তুলছিলেন। তখন নির্বিকারভাবে তাদের দিকে তাকিয়ে হাসছিল টারান্ট।
ক্রাইস্টচার্চে দুই মসজিদে ব্রেন্টন ‘একাই’ হত্যাকাণ্ড চালায় পূর্ববর্তী

ক্রাইস্টচার্চে দুই মসজিদে ব্রেন্টন ‘একাই’ হত্যাকাণ্ড চালায়

পাঁচ আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালায় হামলাকারী ব্রেন্টন পরবর্তী

পাঁচ আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব চালায় হামলাকারী ব্রেন্টন

কমেন্ট