'কোনো ধরণের দুর্যোগ যেন না ঘটে সে ব্যাপারে সচেতন হতে হবে'

'কোনো ধরণের দুর্যোগ যেন না ঘটে সে ব্যাপারে সচেতন হতে হবে'

শুধু দুর্যোগ-দুর্ঘটনা সামাল দেয়া নয়, কোনো ধরণের দুর্যোগ যেন না ঘটে সে ব্যাপারে সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল এর সভায় সরকারি-বেসরকারি পর্যায় এবং স্কুল-কলেজে দুর্যোগে করণীয় ও প্রস্তুতি নিয়ে প্রচারণার তাগিদ দিয়ে এসব বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ তো বটেই আধুনিক প্রযুক্তি ও সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে মানুষ্য সৃষ্ট দুর্যোগও বেড়েছে। দিনে দিনে এসব দুর্যোগ-দুর্ঘটনা যেমন বাড়ছে পাশাপাশি এসবের প্রতিরোধ ও প্রতিকারও প্রয়োজন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের ওই সভায় সূচনা বক্তব্যে দুর্যোগ প্রতিরোধে মানুষকে সচেতন করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। অতীতে ঘটে যাওয়া দুর্যোগগুলো থেকে শিক্ষা নিয়ে আগামীতে তার প্রশমনে করণীয় ঠিক করতে বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেছেন, মাত্র ৫৬ হাজার বর্গমাইলে ১৬ কোটি মানুষের যেখানে বসবাস সেখানে নিজেদের সচেতন ও নির্ভরশীল হওয়ার কোনো বিকল্প নেই।
মালিবাগের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত পূর্ববর্তী

মালিবাগের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত

৫০ বছরে দেশের জনসংখ্যা বেড়েছে ১০ কোটি ৪৭ লাখ: জাতিসংঘ পরবর্তী

৫০ বছরে দেশের জনসংখ্যা বেড়েছে ১০ কোটি ৪৭ লাখ: জাতিসংঘ

কমেন্ট