কোনো ম্যাচ না খেলেই আইপিএল ছাড়লেন মুস্তাফিজের সতীর্থ

কোনো ম্যাচ না খেলেই আইপিএল ছাড়লেন মুস্তাফিজের সতীর্থ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে গেছেন রাজস্থান রয়্যালসের লিয়াম লিভিংস্টোন। করোনা পরিস্থিতিতে বায়োবাবলে হাঁপিয়ে ওঠায় স্বেচ্ছায় আইপিএল ছেড়ে দেশে চলে গেছেন এই ইংলিশ ক্রিকেটার। গত ১০ মাস ধরেই বায়োবাবলে আছেন লিভিংস্টোন। টানা বাবলে কাটানোর ক্লান্তি সইতে না পেরে আইপিএল না খেলেই সোমবার দেশে ফিরেন তিনি। দল ছেড়ে চলে গেলেও লিভিংস্টোনের পাশেই রয়েছে রাজস্থান রয়্যালস। প্রেস বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ‘গত বছর থেকে টানা বাবলে কাটানোর পর ক্লান্তি সইতে না পেরে লিয়াম লিভিংস্টোন আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন। তার পরিস্থিতি আমরা উপলব্ধি করতে পারছি। তার সিদ্ধান্তকেও সম্মান জানাচ্ছি। সবসময় তাকে সহায়তার হাত বাড়িয়ে দিতে আমরা প্রস্তুত।’ লিভিংস্টোন না থাকায় বিপাকেই পড়ে গেল রাজস্থান। কারণ এর আগে ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের দুই তারকা ক্রিকেটার জোফরা আর্চার ও বেন স্টোকস। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পেয়েছে রাজস্থান।
তামিম-শান্তর ব্যাটে দেড়শ পার করল বাংলাদেশ পূর্ববর্তী

তামিম-শান্তর ব্যাটে দেড়শ পার করল বাংলাদেশ

সুপার লিগ থেকে সরে দাঁড়াল সবগুলো ইংলিশ ক্লাব পরবর্তী

সুপার লিগ থেকে সরে দাঁড়াল সবগুলো ইংলিশ ক্লাব

কমেন্ট