কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে কটাক্ষ কপিলের

কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে কটাক্ষ কপিলের

জানুয়ারির শুরুর দিকেই বাবা হতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তাই সন্তানসম্ভবা স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার পাশে থাকতে অস্ট্রেলিয়া সফর শেষ না করেই দেশে ফিরবেন কোহলি। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের শেষ তিনটিতে দেখা যাবে না কোহলিকে। স্ত্রীর পাশে থাকতে কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে ছুটিও নিয়েছেন ইতিমধ্যে। কোহলির এ সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই তার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আর কেউ কেউ প্রশ্নও তুলেছেন। কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন কপিল দেব। তিনি বলেন, ‘আমাদের সময়ে এই বিলাসিতা দেখানোর সুযোগই ছিল না। তখন এত লম্বা ছুটি কাটানো সম্ভব হতো না। একবার নিয়ে আবার ফেরত আসতাম, নিশ্চিতভাবে এমন সুযোগ পাওয়া যেত না। সুনীল গাভাস্কার যেমন কয়েক মাস ছেলের মুখই দেখতে পাননি। তখন পরিস্থিতি অন্যরকম ছিল। সময় বদলে যায়। কোহলির উদাহরণ দিয়েই বলি। বাবা হারানোর পর দিনই তো মাঠে নেমেছিল। এবার সে সন্তান আসার দায়িত্ব পালনে ছুটি নিচ্ছে। সম্ভব হলে নিতেই পারে।’ কোহলিকে কটাক্ষ করে কপিল বলেন, ‘এখন ইচ্ছে হলে কোনো খেলোয়াড় নিজে বিমান কিনেও যাতায়াত করতে পারেন। ভাবলে ভালোই লাগে যে ক্রীড়াবিদরা এখন এতটা উচ্চতায় পৌঁছে গেছে।
শ্রীলঙ্কার ফ্লাইট মিস, এলপিএলে দুই ম্যাচ মিস করবেন অধিনায়ক আফ্রিদি পূর্ববর্তী

শ্রীলঙ্কার ফ্লাইট মিস, এলপিএলে দুই ম্যাচ মিস করবেন অধিনায়ক আফ্রিদি

নতুন রেকর্ডের সামনে কোহলি পরবর্তী

নতুন রেকর্ডের সামনে কোহলি

কমেন্ট