ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মিরাজ

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মিরাজ

মিরপুর টেস্টে ১২ উইকেট পেয়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বিশাল অগ্রগতি হয়েছে ডানহাতি অফস্পিনার মেহেদি হাসান মিরাজের। ১৪ ধাপ এগিয়ে টেস্ট বোলারদের মধ্যে ১৬তম অবস্থানে আছেন তিনি। টেস্টে এটাই মিরাজের সেরা র‍্যাঙ্কিং। সদ্য শেষ হওয়া মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ রানে ১২ উইকেট শিকার করেন তিনি। মিরাজের রেটিং পয়েন্ট ৬৯৬। দুই ম্যাচের টেস্ট সিরিজে মিরাজই ছিলেন সেরা বোলার। দুই ম্যাচের চার ইনিংসে ৫৯ ওভার বল করে ২১১ রানে ১৫ উইকেট শিকার করেন তিনি। এছাড়া বাংলাদেশের আর কোনো বোলারের উন্নতি হয়নি। বরং সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের অবনতি হয়েছে। দু’জনই একধাপ করে পিছিয়েছেন। এদিকে, অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে ব্যাট হাতে ৮০ রান ও বল হাতে ৯২ রানে চার উইকেট নেন তিনি। ঢাকা টেস্টের কারণে ১০ রেটিং পেয়েছেন সাকিব। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামার আগে ৪০৬ রেটিং নিয়ে শীর্ষেই ছিলেন সাকিব।
মাঠে একশ শতাংশ দিতে আমি সব সময় মুখিয়ে থাকি: কোহলি পূর্ববর্তী

মাঠে একশ শতাংশ দিতে আমি সব সময় মুখিয়ে থাকি: কোহলি

‘স্পিন খেলতে না পারলে বাংলাদেশে যেও না’ পরবর্তী

‘স্পিন খেলতে না পারলে বাংলাদেশে যেও না’

কমেন্ট