ক্যালিফোর্নিয়ায় নামাজের সময় মসজিদ পাহারায় অমুসলিমরা

ক্যালিফোর্নিয়ায় নামাজের সময় মসজিদ পাহারায় অমুসলিমরা

গত শুক্রবার নিউজিল্যান্ডে দুটি মসজিদে অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রেনটন ট্যারান্ট বন্দুক হামলা চালায়। এতে এখন পর্যন্ত ৫০ জনের নিহত হওয়ার খবর মিলেছে। এদিকে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে নামাজের সময় পাহারার ব্যবস্থা করা হয়েছে। আর এই কাজে নিয়োজিত রয়েছে স্থানীয় অমুসলিমরা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদ পাহারা দেয়ার কিছু ছবিও ছড়িয়ে পড়েছে। জানা গেছে, মসজিদটি উত্তর ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে অবস্থিত। মসজিদ পাহারা দেয়ার বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন দিতিয়া ডেইনস নামে এক টুইটার ব্যবহারকারী। তিনি লিখেছেন, ক্রাইস্টচার্চের ঘটনার পর থেকে মুসলিমরা যখন এই মসজিদে নামাজে দাঁড়ান মসজিদের বাইরে অমুসলিমরা লাইন ধরে দাঁড়িয়ে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। তিনি বলছেন, আসুন. শান্তি ও ভালোবাসা ছড়িয়ে দিই।
ক্রাইস্টচার্চে হামলায় নিহতদের দাফনের কাজ শুরু পূর্ববর্তী

ক্রাইস্টচার্চে হামলায় নিহতদের দাফনের কাজ শুরু

'আসসালামু আলাইকুম' বলে বক্তব্য শুরু করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী! পরবর্তী

'আসসালামু আলাইকুম' বলে বক্তব্য শুরু করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী!

কমেন্ট