‘ক্রাইম পেট্রল’ অভিনেত্রী প্রেক্ষার আত্মহত্যা

‘ক্রাইম পেট্রল’ অভিনেত্রী প্রেক্ষার আত্মহত্যা

ভারতের টেলিভিশন অভিনেত্রী প্রেক্ষা মেহতা (২৫) আত্মহত্যা করেছেন। সোমবার রাতে মধ্যপ্রদেশের ইন্দোরে নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি। প্রেক্ষা জনপ্রিয় সিরিজ ‘ক্রাইম পেট্রল’-এ অভিনয়ের কারণে জনপ্রিয়তা লাভ করেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণ ও বলিউড বাবলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকালে প্রেক্ষা মেহতার কক্ষে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে তাঁর পরিবার। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বার্তা সংস্থা পিটিআই-এর খবরে জানানো হয়েছে, লকডাউনের আগে প্রেক্ষা মুম্বাই থেকে ইন্দোরের বাড়িতে চলে যান। করোনাভাইরাস মহামারির কারণে কাজ না থাকায় তিনি বিষণ্নতায় ভুগছিলেন। প্রেক্ষা মেহতা একটি সুইসাইড নোটও রেখে গেছেন। মাত্র কয়েক দিন আগে আর্থিক সংকটে পড়ে আত্মহত্যা করেন আরেক টেলিভিশন অভিনেতা মনমিত গ্রেওয়াল। আত্মহত্যার মতো এমন কঠিন সিদ্ধান্তের আগে প্রেক্ষা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা দেন। লেখেন, ‘স্বপ্ন ভাঙার মতো নিকৃষ্ট কিছু নেই।’ পিটিআইকে হিরানগর পুলিশ কর্মকর্তা রাজীব ভাদুরিয়া বলেন, ‘প্রাথমিক তদন্তে আমাদের মনে হয়েছে, তিনি বিষণ্নতায় ভুগছিলেন। আমরা এই ঘটনার প্রকৃত তথ্য খুঁজে বের করব।’ তাঁর শবদেহের পোস্টমর্টেম করা হবে। পত্রপত্রিকার খবর, দুই বছর আগে প্রেক্ষা মেহতা মুম্বাইয়ে যান। লকডাউনের পর কাজ না থাকায় তিনি মনঃকষ্টে ভুগছিলেন। এরপর তিনি নিতান্ত বাধ্য হয়ে নিজের বাড়িতে চলে যান। জনপ্রিয় ধারাবাহিক ‘ক্রাইম পেট্রল’-এর এখন পঞ্চম মৌসুম চলছে। প্রেক্ষা মেহতাকে ‘লাল ইশক’ ও ‘মেরি দুর্গা’ সিরিজেও দেখা গেছে।
সালমানের ‘দাবাং’ এবার হচ্ছে অ্যানিমেশন সিরিজ পূর্ববর্তী

সালমানের ‘দাবাং’ এবার হচ্ছে অ্যানিমেশন সিরিজ

করণ জোহরের বাড়িতে করোনার হানা পরবর্তী

করণ জোহরের বাড়িতে করোনার হানা

কমেন্ট