ক্রাইস্টচার্চের আতঙ্ক কাটাতে ক্রিকেটারদের মাশরাফির পরামর্শ

ক্রাইস্টচার্চের আতঙ্ক কাটাতে ক্রিকেটারদের মাশরাফির পরামর্শ

নিউজিল্যান্ডে ভয়ংকর এক দুঃস্বপ্নের মুখোমুখি হওয়ার পর শনিবার রাতে দেশে ফিরে আসে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে ক্রিকেটারদের গ্রহণ করার জন্য উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সেখানে সংক্ষিপ্ত আলাপচারিতায় ক্রিকেটারদের আপাতত ক্রিকেট নিয়ে না ভেবে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দিয়েছিলেন তিনি। কিন্তু ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মতে, এখন মাঠের ক্রিকেটে ফিরলেই দ্রুত সময়ে আতঙ্ক কাটাতে সক্ষম হবে ক্রিকেটাররা। ক্রিকেটবিষয়ক একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় মাশরাফি বলেন, ‘আমার মনে হয়, এখন ক্রিকেট মাঠে ফেরাটাই আতঙ্কটা কাটিয়ে ওঠার ক্ষেত্রে ওদের জন্য সবচেয়ে সহায়ক হবে। খেয়াল করলে দেখবেন, নিজেকে ঘরে আটকে রাখলে ওদের জন্য ব্যাপারটা জলদি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য হবে। সৌম্যর (সৌম্য সরকার) সঙ্গে দেখা হয়েছে, ওকেও প্রিমিয়ার লিগে খেলা শুরু করার কথা বলেছি। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ওদের ব্যাপার।’ একই ধরনের কথা বলেছেন বাংলাদেশ টেস্ট দলের ওপেনার সাদমান ইসলামের বাবা শহিদুল ইসলামও। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটিতে কর্মরত শহিদুল ইসলাম বলেন, ‘আমি দ্রুত সময়ে সাদমানকে খেলা শুরুর কথা বলেছি। পরিষ্কার বুঝতে পারছিলাম, বাসায় আসলে ও স্বস্তি পাচ্ছিল না। অনেক আত্মীয়স্বজনের বিভিন্ন প্রশ্ন বারবার ওকে সেই ভয়ংকর স্মৃতিতে ফিরিয়ে নিচ্ছিল।’ অধিনায়ক মাশরাফির পরামর্শ মনে ধরেছে সৌম্য ও সাদমান দুজনেরই। ঢাকা প্রিমিয়ার লিগের আবাহনী বনাম শাইনপুকুর ম্যাচ দিয়ে দুজনেই আজ আবার ক্রিকেট মাঠে ফিরেছেন।
সুপার ওভারে রোমাঞ্চকর জয় দক্ষিণ আফ্রিকার পূর্ববর্তী

সুপার ওভারে রোমাঞ্চকর জয় দক্ষিণ আফ্রিকার

মোশাররফ রুবেলের সফল অস্ত্রোপচার পরবর্তী

মোশাররফ রুবেলের সফল অস্ত্রোপচার

কমেন্ট