ক্লান্ত অস্ট্রেলীয় অধিনায়ক

ক্লান্ত অস্ট্রেলীয় অধিনায়ক

গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে বেশ নাকাল অবস্থায় পড়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। যে কারণে সেই সময়কার অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ব্যানক্রফট বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছিলেন। সে কথাগুলো শুনতে শুনতে নাকি ক্লান্ত অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন। এখন তাঁদের লক্ষ্য ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম টেস্টে ভালো করা। এ ব্যাপারে টিম পেইন বলেন, ‘গত ১০ মাসে অনেক আলোচনা হয়েছে এবং তা (বল টেম্পারিং কেলেঙ্কারি) শুনতে শুনতে সবাই ক্লান্ত। এখন সময় কাজের। যা ঘটেছে তা থেকে বের হয়ে আসতে দলের ১১ জন খেলোয়াড়ই তাদের সেরাটা খেলার চেষ্টা করবে।’ কিছুদিন আগে ভারতের মাঠে তাদের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। সেই টেস্ট সিরিজে ভারত জিতেছিল ২-১ ব্যবধানে। তবে অস্ট্রেলিয়ার মাটিতে তারা কখনোই টেস্ট সিরিজ জিতে পারেনি। এবার কী হবে, সেটাই এখন দেখার। চার ম্যাচের টেস্ট সিরিজ আগামীকাল বৃহস্পতিবার ওভালে শুরু হবে। এর আগে তিনি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে সমতা থেকেছে। অস্ট্রেলিয়া : টিম পেইন (অধিনায়ক), জস হ্যাজেলউড, মিচেল মার্শ, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডনকম্ব, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, উসমান খাজা, নাথান লিঁও, শন মার্শ, পিটার সিডল, মিচেল স্টার্ক, ক্রিস ট্রেমেইন।
ছয় বছরের ছেলে অস্ট্রেলিয়া টেস্ট দলে! পূর্ববর্তী

ছয় বছরের ছেলে অস্ট্রেলিয়া টেস্ট দলে!

টেস্ট থেকে অবসরে যাচ্ছেন হাফিজ পরবর্তী

টেস্ট থেকে অবসরে যাচ্ছেন হাফিজ

কমেন্ট