ক্ষতের দাগ নিয়েই ফের অভিনয়ে কঙ্গনা!

ক্ষতের দাগ নিয়েই ফের অভিনয়ে কঙ্গনা!

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। তিনি এমনই এক অভিনেত্রী, যার বাস্তব আর অভিনয়ের মধ্যে থাকে অতি সূক্ষ্ম ব্যবধান। পর্দায় তিনি অত্যন্ত বলিষ্ঠ, শক্তিশালী এক অভিনেত্রী। সম্প্রতি হলিউডখ্যাত অ্যাকশন ডিরেক্টর নিক পাওয়েলের তত্ত্বাবধানে রামোজি ফিল্ম সিটিতে চলছিল শ্যুটিং। অসিযুদ্ধে কঙ্গনার প্রতিপক্ষ নীহা পাণ্ড্য। ছবির নাম, মণিকর্ণিকা- ঝাঁসি কি রানি। হঠাৎ সামান্য অসাবধানে সময়ের আগেই অসি চালিয়ে দেন নীহার। ভুলক্রমে কঙ্গনার কপাল ছুঁয়ে বেরিয়ে যায় ধারালো তলোয়ার। ফিনকি দিয়ে রক্ত ছোটে তাঁর কপাল বেয়ে। সঙ্গে সঙ্গে তাকে অ্যাপোলো হসপিটালের আইসিইউতে ভর্তি করা হয়। রামোজি ফিল্ম সিটি শহর থেকে অনেকটাই দূরে। প্রায় আধঘণ্টা বিনা চিকিৎসায় থাকতে হয়েছে তাকে। ১৫টি স্টিচ করা হয়েছে তার কপালে। আর একটু এদিক-ওদিক হলে হাড়েই বসে যেত সেই তলোয়ার। তবে আগামী সপ্তাহে ছেড়ে দেওয়া হবে কঙ্গনাকে। কিন্তু এরই মধ্যে ধনুকভাঙা পণ করলেন কঙ্গনা। তিনি চালিয়ে যাবেন শ্যুটিং ক্ষতের দাগ নিয়েই। না, প্রোডিউসারের অর্থ সাশ্রয়ের জন্যেই শুধু নয়, এর নেপথ্যে রয়েছে আরো মহৎ উদ্দেশ্য। ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের একেবারে অন্দরে ঢুকে পড়েছেন কঙ্গনা! রানি বাস্তবে যে লড়াই করেছেন, তাতে কাটাছেঁড়া কিছু কম হয়নি। আঘাতের পর আঘাত সহ্য করেই তিনি যুদ্ধ করেছেন। তাই কঙ্গনাও চরিত্রের সাথে মিল রেখে অভিনয় চালিয়ে যাবেন।
ঢালিউডে নায়ক হচ্ছেন মান্নার ছেলে সিয়াম পূর্ববর্তী

ঢালিউডে নায়ক হচ্ছেন মান্নার ছেলে সিয়াম

বডিগার্ড-মেকআপ শিল্পীদের বেতন দেন না বলিউডের এই তারকারা! পরবর্তী

বডিগার্ড-মেকআপ শিল্পীদের বেতন দেন না বলিউডের এই তারকারা!

কমেন্ট