ক্ষমা চেয়েছেন ডেল স্টেইন

ক্ষমা চেয়েছেন ডেল স্টেইন

আইপিএলে খেলার চেয়ে টাকাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে এমন মন্তব্য করেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। এই মন্তব্যের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন স্টেইন। তাই ক্ষমা চেয়েছেন এই প্রোটিয়া পেসার। তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বক্তব্যকে প্রসঙ্গের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রসঙ্গে আজ বুধবার একটি টুইট করেছেন স্টেইন। সেখানে তিনি লিখেছেন, ‘অন্যান্য ক্রিকেটারদের মতো আমার ক্যারিয়ারে আইপিএল বিস্ময়ের থেকে কোনো অংশে কম নয়। আমার মন্তব্য কখনই কাউকে খাটো করে দেখানো, অপমান করা বা কোনো লিগের মধ্যে তুলনা করার উদ্দেশ্যে ছিল না। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বক্তব্যকে প্রসঙ্গের বাইরে টেনে নিয়ে যাওয়া হয়। এটা যদি কাউকে আঘাত করে থাকে তবে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক ভালোবাসা।’ অবশ্য আগের দিনই স্টেইন দাবি করেন, আইপিএলে নাকি যোগ্যদের সম্মান দেওয়া হয় না। কারণ অর্থের পিছনে ছুটে আসল ক্রিকেটই হারিয়ে যায়। পাকিস্তান সুপার লিগে খেলতে গিয়ে সেখানে এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় আইপিএল বাদে বাকি লিগগুলোয় খেলে একটু বেশিই সম্মান পাওয়া যায়।’ দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার আরও বলেন, ‘আইপিএলের এত বড় বড় স্কোয়াড, এত বড় নাম। অর্থের জন্য এত চেষ্টা। ক্রিকেটাররা যে পরিমাণ অর্থ উপার্জন করে, সেখানে মনে হয় আসল ক্রিকেটই হারিয়ে যায়।’
নিউজিল্যান্ডে ভূমিকম্প, নিরাপদে বাংলাদেশ ক্রিকেট দল পূর্ববর্তী

নিউজিল্যান্ডে ভূমিকম্প, নিরাপদে বাংলাদেশ ক্রিকেট দল

করোনার প্রকোপে স্থগিত হয়ে গেল পিএসএল পরবর্তী

করোনার প্রকোপে স্থগিত হয়ে গেল পিএসএল

কমেন্ট