ক্ষমা চেয়ে রেহাই পেলেন কার্তিক

ক্ষমা চেয়ে রেহাই পেলেন কার্তিক

দীনেশ কার্তিকের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা গ্রহণ করে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিসিআই-এর এক কর্মকর্তা। এ ব্যাপারে তিনি পিটিইকে জানান, ‘‘বিসিসিআই দীনেশ কার্তিকের ক্ষমা প্রার্থণা গ্রহণ করেছে এবং বিষয়টির নিস্পত্তি ঘটেছে।'' জানা গেছে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচ চলাকালে ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সি পরে দলের ড্রেসিংরুমে বসে ম্যাচ দেখছিলে দীনেশ কার্তিক। সেই ছবি সামনে আসতেই কার্তিককে কারণ দর্শানোর নোটিশ দেয় বোর্ড। জবাবে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেওয়ার পাশাপাশি কার্তিক জানান, তিনি পোর্ট অব স্পেনে গিয়েছিলেন কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালামের অনুরোধে। তাঁরই অনুরোধে টিকেআর-এর জার্সি পরে তিনি ম্যাচ দেখেন। চুক্তি অনুয়ায়ী, বিসিসিআই-এর অনুমতি ছাড়া অন্য কোনও দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ খেলতে পারেন না। এমনকি কোনও দলের ড্রেসিং রুমেও যেতে পারেন না।
ওয়ানডে সিরিজ খেলতে ভারত গেল বাংলাদেশ ইমার্জিং দল পূর্ববর্তী

ওয়ানডে সিরিজ খেলতে ভারত গেল বাংলাদেশ ইমার্জিং দল

চার সন্তানের বাবা হয়েও এখনই বিয়ে করতে চান না রোনালদো পরবর্তী

চার সন্তানের বাবা হয়েও এখনই বিয়ে করতে চান না রোনালদো

কমেন্ট