কয়েকটি দূতাবাসের কর্মীরা বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফিরতে চায়

কয়েকটি দূতাবাসের কর্মীরা বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফিরতে চায়

কয়েকটি দূতাবাসের কর্মীরা বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে নিজ দেশে ফিরতে চান বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। এ বিষয়ে বাংলাদেশের কোনো আপত্তি নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের করোনা সমন্বয় বিষয়ক কর্মকর্তার সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ইতালি ও জাপান দূতাবাসের কর্মকর্তারা। এ সময় তারা চার্টার্ড বিমান এনে নিজ নিজ দেশের কর্মীদের সরিয়ে নিতে চায় বলে জানায়। দেশে করোনা পরিস্থিতির অবনতির কারণে এ উদ্যোগ বলে জানান তারা। বাংলাদেশের এ বিষয়ে কোনো আপত্তি নেই জানিয়ে তাদের পরামর্শ দেয়া হয়, প্রয়োজনে তারা বাংলাদেশ বিমানও ব্যবহার করতে পারবেন। বৈঠকে বিমান সচিব ও সিভিএ এভিয়েশনের চেয়ারম্যানও অংশ নেন।
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী পূর্ববর্তী

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ফের বাড়ছে হজ নিবন্ধনের সময় পরবর্তী

ফের বাড়ছে হজ নিবন্ধনের সময়

কমেন্ট