খবর পড়ল বিশ্বের প্রথম নারী রোবট

খবর পড়ল বিশ্বের প্রথম নারী রোবট

চীনে সিন সিয়াওমেং নামের এক নারী রোবট দেশটির সিনহুয়া সংবাদসংস্থায় খবর পড়েছে। এক মিনিটের একটি ভিডিওতে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(এআই) অ্যাংকরকে খবর পড়তে দেখা গেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, রবিবার সিনহুয়ায় ওই রোবট অ্যাংকর সংসদ অধিবেশনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের একটি খবর পড়েছে। জানা গেছে, এর আগে কিউ মেংকে নামের আরেকটি রোবট তৈরি করে সিনহুয়া ও প্রযুক্তি প্রতিষ্ঠান ‘সোগৌ ইনকরপোরেটেড’। গত নভেম্বর ঝেজিয়াং প্রদেশের উঝেন শহরে আয়োজিত ওয়ার্ল্ড ইন্টারনেট সম্মেলনে ওই দুটি রোবট প্রদর্শিত হয়।
ফেসবুকের গোপনীয়তা নীতিতে পরিবর্তন আসছে পূর্ববর্তী

ফেসবুকের গোপনীয়তা নীতিতে পরিবর্তন আসছে

একবার চার্জে ৭দিন! ১৮ হাজার এমএএইচ ব্যাটারির ফোন! পরবর্তী

একবার চার্জে ৭দিন! ১৮ হাজার এমএএইচ ব্যাটারির ফোন!

কমেন্ট