খালি পায়ে ১১ সেকেন্ডে ১০০ মিটার দূরত্ব অতিক্রম!

খালি পায়ে ১১ সেকেন্ডে ১০০ মিটার দূরত্ব অতিক্রম!

ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা। ইচ্ছে ছিল তার পর পড়াশোনা চালিয়ে যাওয়ার। কিন্তু পরিবারের আর্থিক সংকটের কারণে শেষ পর্যন্ত তা হয়নি। তবে ছোটবেলা থেকেই ছেলেটি খালি পায়ে তীরের বেগে ছুটতে পারত। গ্রামের মানুষ তাঁর সেই প্রতিভার প্রশংসা করত। কিন্তু এত জোরে দৌড়নোর প্রতিভা নিয়ে যে বড় হওয়া যায়, সেই আন্দাজটা তাঁদের ছিল না। এমন প্রতিভাবান ছেলেটির নাম রামেশ্বর গুর্জর। সে মধ্যপ্রদেশের শিবপুরী জেলার বাসিন্দা। সম্প্রতি রামেশ্বর গুর্জরের খালি পায়ে রাস্তার ওপর ছোটার একটা ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, খালি পায়ে ১০০ মিটার দূরত্ব মাত্র ১১ সেকেন্ডে পার করে সে। রামেশ্বরের দৌড়ের সেই ভিডিও দেখেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি সেই ভিডিও দেখার জন্য কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী কিরেন রিজিজুকে অনুরোধ করেন। ক্রীড়ামন্ত্রী তো রামেশ্বরের প্রতিভা দেখে থ! সেইসঙ্গে এমন প্রতিভা খুঁজে বের করার অঙ্গীকার করলেন তিনি। এদিকে রামেশ্বরের দৌড় যাঁরা দেখেছেন তাঁদের অনেকের দাবি, ঠিকঠাক প্রশিক্ষণ পেলে ১০০ মিটার দূরত্ব মাত্র নয় সেকেন্ডে পার করার ক্ষমতা রাখে ভারতীয় উসেইন বোল্ট।
ভালুকের বনে মেয়েটি একা তিন দিন, তবুও পুরুষ আতঙ্কে কুঁকড়ে ছিল পূর্ববর্তী

ভালুকের বনে মেয়েটি একা তিন দিন, তবুও পুরুষ আতঙ্কে কুঁকড়ে ছিল

গর্ভবতী নারীরা যেসব ফল খাবেন না পরবর্তী

গর্ভবতী নারীরা যেসব ফল খাবেন না

কমেন্ট