‘খালেদার মুক্তি আইনি বিষয়, সরকারের কোনো হাত নেই’

‘খালেদার মুক্তি আইনি বিষয়, সরকারের কোনো হাত নেই’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়ার মুক্তি আইনি বিষয়, এতে সরকারের কোনো হাত নেই।’ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী। তার জেলে থাকার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। প্রসঙ্গত, দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে হয়ে খালেদা জিয়া এখন কাবাবন্দী। আজ ৮ ফেব্রুয়ারি তার কারাবন্দী দশার বছর পূর্তি। দুটি মামলায় ১৭ বছর দণ্ডিত হয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে নানা মেরুকরণ হচ্ছে। ডাকসুতে মেরুকরণ অনুযায়ী সমীকরণ হবে। আমাদের প্রতিপক্ষ ছাত্রসংগঠন যদি ঐক্যবদ্ধ-জোটবদ্ধ প্যানেল দেয় সেই অনুযায়ী আমরাও প্যানেল দেব।সেখানে প্রতিপক্ষের মেরুকরণ অনুযায়ী আমাদের সমীকরণ হবে।
মোমেন-সুষমা বৈঠক পূর্ববর্তী

মোমেন-সুষমা বৈঠক

প্রধানমন্ত্রীর মহানুভবতা : সেই বদিউজ্জামান পেলেন ৫০ লাখ টাকা পরবর্তী

প্রধানমন্ত্রীর মহানুভবতা : সেই বদিউজ্জামান পেলেন ৫০ লাখ টাকা

কমেন্ট