খালেদা জিয়া চাইলে বিএসএমএমইউতে নেওয়া হবে কাল

খালেদা জিয়া চাইলে বিএসএমএমইউতে নেওয়া হবে কাল

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজি থাকলে আগামীকাল মঙ্গলবার সকালে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। আজ সোমবার দুপুরে কারা অধিদপ্তরে ইফতেখার উদ্দিন সাংবাদিকদের এ কথা জানান। গত রোববার কারাগারে খালেদা জিয়াকে দেখে এসে তাঁর চিকিৎসকরা জানান, তাঁদের ধারণা, বিএনপির চেয়ারপারসন মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তিনি ৫-৭ মিনিট অজ্ঞান হয়ে পড়েছিলেন বলেও ধারণা করেন তাঁরা। গতকাল সোমবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া অজ্ঞান হননি। তাঁর সুগার কমে গিয়েছিল। একপর্যায়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হবে।
টুকুকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পূর্ববর্তী

টুকুকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

বিএনপির ঢাকা দক্ষিণ সিটির থানা ও ওয়ার্ডের কমিটি ঘোষণা পরবর্তী

বিএনপির ঢাকা দক্ষিণ সিটির থানা ও ওয়ার্ডের কমিটি ঘোষণা

কমেন্ট