খৎনা করলে ৬ বছরের কারাদণ্ড, তীব্র ক্ষোভ

খৎনা করলে ৬ বছরের কারাদণ্ড, তীব্র ক্ষোভ

কোনো শিশুর খৎনা করানো হলে ছয় বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে আইসল্যান্ডের পার্লামেন্টে খসড়া বিল পেশ করা হয়েছে। এ নিয়ে ওই দেশের মুসলিম ও ইহুদী সম্প্রদায়ের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। খবর বিবিসির। চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কারণে খৎনা করা নিষিদ্ধ করতে চাচ্ছে ওই দেশের সরকার। এ নিয়ে পার্লামেন্টে পেশ করা খসড়া বিলে কোনো শিশুর খৎনা করানোর জন্য ছয় বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। কিন্তু মুসলিম এবং ইহুদী সংগঠনগুলো এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, এটি তাদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করার শামিল। আইসল্যান্ড হচ্ছে প্রথম ইউরোপীয় দেশ যেখানে খৎনা নিষিদ্ধ করার উদ্যোগ নেয়া হলো। দেশটিতে প্রায় দেড় হাজার মুসলিম ও আড়াইশো ইহুদী আছে।
যে দেশের ৩২ কোটি মানুষের হাতে ২৯ কোটি অস্ত্র! পূর্ববর্তী

যে দেশের ৩২ কোটি মানুষের হাতে ২৯ কোটি অস্ত্র!

ওয়াশিংটন অভিমুখে ফ্লোরিডা শিক্ষার্থীদের যাত্রা পরবর্তী

ওয়াশিংটন অভিমুখে ফ্লোরিডা শিক্ষার্থীদের যাত্রা

কমেন্ট