গণিত

গণিত

পরিমাপ বহু নির্বাচনী প্রশ্ন (যোগ্যতাভিত্তিক) ১। একটি গাড়ি ৫ ঘণ্টায় ৭৮ কিমি গেলে ঘণ্টায় কত দূর যায়? ক. ১০ কিমি ৬০ হেমি খ) ১৫ কিমি ৬ হেমি গ) ২৫ কিমি ৬ মি ঘ) ৩৫ কিমি ৬ মি উত্তর : ১৫ কিমি ৬ হেমি ২। কিলোমিটার মিটারের কত গুণ? ক) এক গুণ খ) দশ গুণ গ) শত গুণ ঘ) হাজার গুণ উত্তর : হাজার গুণ ৩। ৯৮ মিটার ৪৮ সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার ক) ৯৮.৪৮ সেমি খ) ৯৮৪.৮ সেমি গ) ৯.৮৪৮ সেমি ঘ) ৯৮৪.০৮ সেমি উত্তর : ৯৮.৪৮ সেমি ৪। ৮ কিলোমিটার ৯ মিটার ১২৫ সেন্টিমিটার সমান কত মিটার ক) ৭৯০১.২৫ মিটার খ) ৮০০০.১২৫ মিটার গ) ৮০০১.২৫ মিটার ঘ) ৮০১০.২৫ মিটার উত্তর : ৮০১০.২৫ মিটার ৫। বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৪৫ মিটার হলে এর ক্ষেত্রফল কত? ক) ২৫২০ বর্গমিটার খ) ২২৫০ বর্গমিটার গ) ২০২৫ বর্গমিটার ঘ) ২০০২ বর্গমিটার উত্তর : ২০২৫ বর্গমিটার সংক্ষিপ্ত প্রশ্ন ১। ১ হেক্টর = কত বর্গমিটার? উত্তর : ১ হেক্টর = ১০০০০ বর্গমিটার ২। ২ কেজি ৫০০ গ্রাম সমান কত গ্রাম? উত্তর : ২৫০০ গ্রাম ৩। ১ মিটার কত সেন্টিমিটারের সমান? উত্তর : ১০০ সেন্টিমিটার ৪। কিসের সাহায্যে দুটি ছোট টমেটোর ওজন পরিমাপ করা হয়? উত্তর : গ্রামের ৫। ১ কিলোমিটার সমান কত মিটার? উত্তর : ১০০০ মিটার ৬। কমপক্ষে কী কী বাটখারায় ১২০০ কেজি ওজন মাপা যায়? উত্তর : ১টি ১ কেজি ওজনের ও ১টি ২০০ গ্রামের বাটখারা। ৭। ১ টন = কত কিলোগ্রাম? উত্তর : ১ টন = ১০০০ কিলোগ্রাম ৮। কিলো শব্দের অর্থ কী? উত্তর : কিলো শব্দের অর্থ হাজার গুণ। ৯। ডেকা শব্দের অর্থ কী? উত্তর : ডেকা শব্দের অর্থ দশ গুণ। ১০। মিলি শব্দের অর্থ কী? উত্তর : মিলি শব্দের অর্থ সহস্রাংশ।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় পূর্ববর্তী

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাংলা প্রথম পত্র পরবর্তী

বাংলা প্রথম পত্র

কমেন্ট