গত ১৪ বছরে এমন বোলিং দুর্দশা দেখেনি বাংলাদেশ

গত ১৪ বছরে এমন বোলিং দুর্দশা দেখেনি বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে কাল মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা। বাংলাদেশের জন্য তৃতীয় ম্যাচ তাই হোয়াইটওয়াশ এড়িয়ে মর্যাদা রক্ষার লড়াই। তবে ম্যাচের আগে বিভিন্ন দুর্ভাবনার ভাঁজ পড়েছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কপালে। দলের ব্যাটিং কিছুতেই প্রত্যাশা ও পরিকল্পনা মাফিক হচ্ছে না। বোলিংটাও হচ্ছে যাচ্ছেতাই। সিরিজে বোলারদের গড় ১১৪.৫০। ওয়ানডে ক্রিকেটে গত ১৪ বছরে দলের বোলিং বিভাগের সবচেয়ে খারাপ রেকর্ড এটি। তৃতীয় ওয়ানডেটা হবে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে। এখানকার পিচটা পুরোপুরি ব্যাটিং সহায়ক। সর্বশেষ ইংল্যান্ড দল এখানে ৩৩৫ রান করেও ম্যাচ হেরে গেছে। অধিনায়ক মাশরাফি তাই আছেন দোলাচলে। ব্যাটিংয়ে উন্নতির আশা করলেও বোলিং আবার ভাবাচ্ছে তাঁকে। পিচ দেখে প্রাথমিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘এখানে নিউজিল্যান্ড ৩৩৫ রান চেজ করেছে মাত্র ৪৫ ওভারে। উইকেটে রান আছে প্রচুর। খুব ভালো ব্যাটিং সহায়ক উইকেট এটা।’ আগের দুই ওয়ানডে ম্যাচে মোটে চারটি উইকেট নিয়েছেন বাংলাদেশের বোলাররা। কিউই ওপেনার মার্টিন গাপটিল দুই ম্যাচেই শতরান করেছেন। আগামী ম্যাচেও শতরান করে প্রথম কিউই ক্রিকেটার হিসেবে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ডে চোখ থাকবে তাঁর। ব্যাটিং উইকেটটা তাই বাংলাদেশের জন্য স্বস্তির পাশাপাশি উদ্বেগেরও কারণ। এই ম্যাচে নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে টম ল্যাথাম অধিনায়কত্ব করবেন। এ ছাড়া দলে ফিরেছেন বাঁহাতি আক্রমণাত্মক ব্যাটসম্যান কলিন মুনরো। অন্যদিকে বাংলাদেশ দল ইনজুরি সমস্যায় জর্জরিত। সিরিজে দলের সফলতম ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও অভিজ্ঞ মুশফিকুর রহিম চোট পেয়েছেন। তৃতীয় ওয়ানডেতে এই দুই ব্যাটসম্যান খেলতে পারবেন কি না, নিশ্চিত নয়। বাংলাদেশ তাই এই ম্যাচের জন্য টেস্ট দলে অন্তর্ভুক্ত করা মুমিনুল হককে ডেকেছে।
ব্রাজিলের ভিতাওয়ের সঙ্গে বার্সার চুক্তি পূর্ববর্তী

ব্রাজিলের ভিতাওয়ের সঙ্গে বার্সার চুক্তি

চেলসিকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানইউ পরবর্তী

চেলসিকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানইউ

কমেন্ট