গত ২৪ ঘণ্টায় আরও ২২ কোভিড রোগীর মৃত্যু, আক্রান্ত ১৫৪১

গত ২৪ ঘণ্টায় আরও ২২ কোভিড রোগীর মৃত্যু, আক্রান্ত ১৫৪১

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ৫৪১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৩৮ হাজার ২৯২ জন এবং মারা গেলেন ৫৪৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন। প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। ২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটিট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।
বাড়ছে না ছুটি ,স্কুল-গণপরিবহন বন্ধই থাকছে পূর্ববর্তী

বাড়ছে না ছুটি ,স্কুল-গণপরিবহন বন্ধই থাকছে

দেশে সব হাসপাতালগুলোতে করোনা রোগীদের আলাদা চিকিৎসা দেয়ার নির্দেশ পরবর্তী

দেশে সব হাসপাতালগুলোতে করোনা রোগীদের আলাদা চিকিৎসা দেয়ার নির্দেশ

কমেন্ট