‘গম্ভীরের ক্যারিয়ার ধ্বংস করেন পাকিস্তানের যে পেসার’

‘গম্ভীরের ক্যারিয়ার ধ্বংস করেন পাকিস্তানের যে পেসার’

ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরের ক্যারিয়ার ধ্বংস করার জন্য দায়ী পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান! তার কারণেই গম্ভীর অবসর নিতে বাধ্য হন বলে দাবি করেছেন ইরফান। পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ইরফান বলেন,২০১২ পাক-ভারত সিরিজে গম্ভীরকে চারবার আউট করি আমি। এর জেরেই তার ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। ক্যারিয়ারের শুরুতে উচ্চতা আর গতি দিয়ে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরান ইরফান। ৭ ফুট ১ ইঞ্চি লম্বা পেসারের মতে, তার উচ্চতার কারণে অধিকাংশ ভারতীয় ব্যাটসম্যানই সমস্যায় পড়তেন। গম্ভীর ছিলেন তাদের অন্যতম। গম্ভীর তাকে স্বাচ্ছন্দে খেলতেই পারতেন না। এমনকি নেটে অনুশীলন করতেও ভয় পেতেন। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় ইরফানের। এরপর থেকেই তার পেস ও বাউন্সারে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। ২০১২ ওয়ানডে সিরিজে গম্ভীরকে একাধিকবার আউট করেন তিনি। সেবারই শেষবার ভারত সফর করে পাকিস্তান। ওই সিরিজের পর গম্ভীর কেবল একটি সিরিজ খেলেন। ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর সাদা বলের ক্রিকেটে আর ডাক পাননি তিনি।
একনজরে জাতীয় লিগে কে কোন দলে পূর্ববর্তী

একনজরে জাতীয় লিগে কে কোন দলে

ভারতের বিশাল জয় পরবর্তী

ভারতের বিশাল জয়

কমেন্ট