গর্ভাবস্থায় অতিরিক্ত কফি পানে সন্তানের স্থূলতার ঝুঁকি বাড়ায়

গর্ভাবস্থায় অতিরিক্ত কফি পানে সন্তানের স্থূলতার ঝুঁকি বাড়ায়

গর্ভবতী নারীরা অতিরিক্ত কফি পান করলে স্থূল সন্তান জন্ম নেয়ার আশঙ্কা থাকে বলে জানিয়েছেন ব্রিটিশ গবেষকরা। যেসব নারী দিনে দুই কাপের বেশি কফি পান করেন, তাদের ক্ষেত্রেই এমন সমস্যা দেখা দিতে পারে বলে তারা জানিয়েছেন।-খবর মেইল অনলাইনের। গর্ভাশয়ে যেসব শিশু মাঝারি কিংবা উচ্চপর্যায়ে ক্যাফেইনের সংস্পর্শে আসে, শৈশবের শুরুতেই তাদের অতিরিক্ত স্থূল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবার (এনএইচএস) নির্দেশনায় বলা হয়েছে, সন্তানসম্ভবা মা দিনে দুই কাপ কফি খেতে পারেন। এটি তাদের জন্য যথেষ্ট নিরাপদ। তবে এর চেয়ে বেশি পান করলেই সন্তানের স্থূলতার আশঙ্কা তৈরি হবে। গর্ভাবস্থায় মায়ের শরীরে যে ক্যাফেইন প্রবেশ করে, তার সঙ্গে জন্ম নেয়া সন্তানের আট বছর পর্যন্ত স্থূলতার গভীর সম্পর্ক দেখেছেন গবেষকরা। ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৫১ হাজার মা ও শিশুর ওপর জরিপ চালিয়ে নতুন এ নির্দেশনা দেয়া হয়েছে।
রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন পূর্ববর্তী

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিন

আটা এবং ময়দা, কোনটা কেমন জেনে নিন পরবর্তী

আটা এবং ময়দা, কোনটা কেমন জেনে নিন

কমেন্ট