গাজীপুরে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণা শুরু প্রার্থীদের

গাজীপুরে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারণা শুরু প্রার্থীদের

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাত মেয়রসহ সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে গাজীপুরে বঙ্গতাজ অডিটোরিয়ামে অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল থেকে কর্মী-সমর্থকদের নিয়ে আসতে থাকেন প্রার্থীরা। নিজ দলের প্রতীক পেয়ে উচ্ছাস প্রকাশ করেন মেয়র প্রার্থীরা। সাত মেয়র প্রার্থী ছাড়াও ২৫৬ সাধারণ কাউন্সিলর ও ৮৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পেয়েই আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা জনসংযোগে নেমে পড়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং কার্যালয় থেকে প্রতীক নেন। এরপর ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতীক নিতে আসেন আওয়ামী লীগের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম। রিটার্নিং কর্মকর্তা পরে পর্যায়ক্রমে বাকি পাঁচ মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল জানান, মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), ইসলামী ঐক্য জোটের ফজলুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি) প্রতীক পেয়েছেন। প্রতীক পাওয়ার পরপরই জোর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা। আগামী ১৫ মে এই দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিএনপির মানববন্ধন শুরু পূর্ববর্তী

বিএনপির মানববন্ধন শুরু

দুই সিটি নির্বাচনের প্রার্থীরা প্রচারণায় নামছেন আজ পরবর্তী

দুই সিটি নির্বাচনের প্রার্থীরা প্রচারণায় নামছেন আজ

কমেন্ট