গাজীপুর সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি

গাজীপুর সিটি নির্বাচনে অংশ নেবে বিএনপি

খুলনার পরাজয় মাথায় রেখেই গাজীপুর সিটিতে কৌশল নির্ধারণ করবে বিএনপি, গণতান্ত্রিক পরিবেশ ফেরাতেই নির্বাচনে অংশ নেয়া - বলছেন নেতারা। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও স্থানীয় সরকারের সব কটি নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। সেই ধারাবাহিকতায় আসছে ২৬শে জুন গাজীপুরসহ সিটি কর্পোরেশনগুলোর নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আসছে নির্বাচনগুলোতে বিএনপির ভাগ্য তাদের কাছে অনেকটাই অনুমিত। তবুও জনগনের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়ার জন্যই এই নির্বাচনে অংশ নেবেন তারা। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী খুলনার সঙ্গে একইদিনে ভোট উৎসবে মেতে ওঠার কথা ছিল গাজীপুর মহানগরবাসীর। তবে, সীমানা জটিলতা নির্বাচনের নয় দিন আগে গাজীপুর সিটি নির্বাচনকেই অনিশ্চিতায় ফেলে দেয়। আপিল বিভাগের আদেশে সে অবস্থার নিরসন হলেও খুলনা সিটির নির্বাচন নতুন ভাবনা সামনে এনেছে বলে মত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের। নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে ইতিবাচক হলেও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও প্রচার চালিয়ে যাচ্ছে বিএনপি। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী দেশের সর্ব বৃহৎ এ সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচনটি ১৫ই মে হওয়ার কথা ছিল। এই সিটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন দলের গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। অন্যদিকে, বিএনপির প্রার্থী ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার। প্রার্থীতা নিশ্চিত হবার পর নির্বাচনে জয় পেতে ব্যাপক প্রচারণাও শুরু করেছিলেন উভয় প্রার্থীই। কিন্তু ভোটের মাত্র নয়দিন আগে নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত ঘোষণা করেন আদালত। এর আগে, ২০১৩ সালের ১৬ই জানুয়ারি গাজীপুর সিটি কর্পোরেশনে ছয়টি মৌজা অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে ইসি। সেই গেজেট চ্যালেঞ্জ করে এক নম্বর শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ একটি রিট আবেদন করেন। পরে রিট আবেদনটির প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দেন হাইকোর্ট। উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশনের মোট আয়তন ৩২৯ দশমিক ৫৩ বর্গ কিলোমিটার। ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন ও মহিলা ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২৫টি। ভোট কক্ষ ২ হাজার ৭৬১টি।
তিন মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার জামিন আবেদন পূর্ববর্তী

তিন মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার জামিন আবেদন

বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছে : ওবায়দুল কাদের পরবর্তী

বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছে : ওবায়দুল কাদের

কমেন্ট