গুগলকে ১৪ হাজার ৪০০ কোটি টাকা জরিমানা!

গুগলকে ১৪ হাজার ৪০০ কোটি টাকা জরিমানা!

বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন ‘গুগল’কে ১৪ হাজার ৪০০ কোটি টাকা (১.৬৮ বিলিয়ন ডলার) জরিমানা করেছে ইউরোপীয় কমিশন। বুধবার বেলজিয়ামের রাজধানী ব্যাসেলসে এক সংবাদ সম্মেলনে এ জরিমানার ঘোষণা দিয়েছেন ইউরোপীয় কমিশনার মার্গারেট ভেস্টাজার। এর আগে ২০১৮ সালে প্রতিষ্ঠানটিকে প্রায় ৪০ হাজার কোটি টাকা ও ২০১৭ সালে প্রায় ৩০ হাজার কোটি টাকা জরিমানা করেছিল ইউরোপীয় কমিশন। ইন্টারনেটে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে পতিযোগী প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে অনৈতিকভাবে পেছনে রাখার অভিযোগে গুগলের মূল প্রতিষ্ঠান ‘অ্যালফাবেট’কে এ জরিমানা করা হয়েছে। জরিমানার অংশ নির্ধারণে ২০১৮ সালে গুগলের মোট লেনদেনের ১ দশমিক ২৯ ভাগ ধার্য করা হয়েছে। এর পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিট ৭ বিলিয়ন ডলার।
‘শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ’ নিষিদ্ধ করছে জনপ্রিয় ফেসবুক পূর্ববর্তী

‘শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ’ নিষিদ্ধ করছে জনপ্রিয় ফেসবুক

১০ জন আইসিটি মেধাবী শিক্ষার্থী বাছাই করল হুয়াওয়ে পরবর্তী

১০ জন আইসিটি মেধাবী শিক্ষার্থী বাছাই করল হুয়াওয়ে

কমেন্ট