গুগল ডুডলে ফিরোজা বেগম

গুগল ডুডলে ফিরোজা বেগম

আজ বাংলাদেশ থেকে সার্চ ইঞ্জিন গুগলের পেজ খুললেই দেখা যাচ্ছে বিখ্যাত নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগমকে। গুগলে এ শিল্পীর ছবিটি ফুটিয়ে তোলা হয়েছে সোনালি রঙে। ফিরোজা বেগমের জন্মদিন স্মরণে এ ডুডল প্রদর্শন করছে গুগল। আজ তাঁর ৮৮তম জন্মবার্ষিকী। ডুডলের ওপর ক্লিক করলে ফিরোজা বেগমসংক্রান্ত তথ্য পাতায় নিয়ে যাচ্ছে। সেখানে ফিরোজা বেগমের জীবন-সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়েছে। ফিরোজা বেগমকে নিয়ে ডুডলটি তৈরি করেছেন অলিভিয়া হুন। ডুডলটি শুধু বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে। ফিরোজা বেগম ছিলেন এ উপমহাদেশের একজন কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী। ১৯৩০ সালের ২৮ জুলাই তিনি গোপালগঞ্জের রাতইল ঘোনাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল এবং মায়ের নাম বেগম কওকাবুন্নেসা। কাজী নজরুল ইসলামের কাছ থেকেই তালিম নেন ফিরোজা বেগম। জানা যায়, ১০ বছর বয়সে ফিরোজা বেগম নজরুলের সান্নিধ্যে আসেন এবং তাঁর কাছ থেকে তালিম গ্রহণ করেন। ফিরোজা বেগমের গাওয়া প্রথম নজরুল সঙ্গীতের রেকর্ড বের হয় ১৯৪৯ সালে। কাজী নজরুল অসুস্থ হওয়ার পর ফিরোজা বেগম নজরুল সংগীতের শুদ্ধ স্বরলিপি ও সুর সংরক্ষণের ব্যবস্থা নেন। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ফিরোজা বেগম মারা যান।
শতাব্দীর দীর্ঘতম 'ব্লাড মুন' প্রত্যক্ষ করলো বিশ্ববাসী পূর্ববর্তী

শতাব্দীর দীর্ঘতম 'ব্লাড মুন' প্রত্যক্ষ করলো বিশ্ববাসী

শতাব্দীর দীর্ঘতম পূর্ণ চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশেও পরবর্তী

শতাব্দীর দীর্ঘতম পূর্ণ চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশেও

কমেন্ট