গোল না পাওয়ায় চিন্তিত ছিলেন রোনালদোও

গোল না পাওয়ায় চিন্তিত ছিলেন রোনালদোও

জুভেন্টাসের হয়ে প্রথম তিন ম্যাচে গোলের দেখা পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের চতুর্থ ম্যাচে গোল খরা কাটান সিআর সেভেন। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে আসার পর প্রথম গোল পেতে রোনালদোকে অপেক্ষা করতে হয় ৩২০ মিনিট। এ সময়ে লক্ষ্য বরাবর ২৮ শট নিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি অর বিজয়ী। কিন্তু গোলের স্বাদ পাননি। চতুর্থ ম্যাচে ভাঙল শেকল। সাসুউলোর বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে জুভেন্টাস। তুরিনের ক্লাবটির হয়ে দুটি গোলই করেছেন রোনালদো। ম্যাচের ৫০তম মিনিটে গোলপোস্টের সামনে বল পেয়ে পা ছুঁয়ে গোল করেন রোনালদো। ১৫ মিনিট পর বামপায়ের শটে সাসুউলোর রক্ষণ ভাঙেন পর্তুগিজ তারকা। গোলের খাতা খোলায় বেশ উচ্ছ্বসিত রোনালদো। সিআর সেভেন জানালেন, প্রথম তিন ম্যাচে গোল না পাওয়ায় কিছুটা চিন্তিত ছিলেন তিনি নিজেও। তবে নিজের ওপর তার ছিল আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাস নিয়েই জোড়া গোল করেছেন বলে জানালেন সিআর সেভেন। ম্যাচ শেষে রোনালদো বলেছেন,‘আমি বেশ খুশি। আমরা দারুণ শুরু করেছি। সাসুউলো ভালো ডিফেন্ড করছিল। কিন্তু আমরা ভালো ফুটবল খেলেছি এবং জয়টা আমাদের প্রাপ্র্য।’ ‘আমি নিজের প্রথম গোলটি পেতে মুখিয়ে ছিলাম। আমি খুশি যে আমি জাল খুঁজে পেয়েছি। এটাই ফুটবল। গুরুত্বপূর্ণ যে আমার দল জয় পেয়েছে। গোল না পাওয়ায় আমি নিজেও চিন্তিত ছিলাম। পাশাপাশি রিয়াল মাদ্রিদ এবং আমার গোল না পাওয়া নিয়েও বেশ কথা হচ্ছিল। কিন্তু আমি পেরেছি। আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। তারা আমাকে বেশ সমর্থণ করেছে।’ – বলেছেন রোনালদো। ‘আমি জানতাম আমি সঠিক পথেই আছি, কঠোর পরিশ্রম করছি। গোলের জন্য শুধুমাত্র সময়ের প্রয়োজন ছিল। আমি ধীরে ধীরে ইতালির ফুটবল সম্পর্কে ধারণ পাচ্ছি।’- যোগ করেছেন রোনালদো। সিরি-আ লিগে উড়ছে রোনালদোদের জুভেন্টাস। বর্তমান চ্যাম্পিয়নরা ৪ ম্যাচের ৪টিতেই জিতেছে। ১২ পয়েন্ট নিয়ে রয়েছে সবার ওপরে। তুরিনের ক্লাবটি আগামী বুধবার মাঠে নামছে চ্যাম্পিয়নস লিগে। বুধবার তাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততেই রোনালদোকে রিয়াল মাদ্রিদ থেকে উড়িয়ে এনেছে জুভেন্টাস। রিয়ালের হয়ে তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন সিআরসেভেন। এবার জুভেন্টাসের জার্সিতে মাঠ মাতানোর পালা। চ্যাম্পিয়নস লিগ খেলতে মুখিয়ে থাকা রোনালদো বলেছেন,‘চ্যাম্পিয়নস লিগ আমার ফেবারিট টুর্নামেন্ট। আমাদের গ্রুপটা কঠিন। আমরা জানি আমরা ভালো করতে পারব। জুভেন্টাস সব সময়ই ভালো করতে মুখিয়ে থাকে।’ চ্যাম্পিয়নস লিগে এইচ গ্রুপে রয়েছে জুভেন্টাস। এ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ইয়ং বয়েজ। গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে থেমেছিল জুভেন্টাসের চ্যাম্পিয়নস লিগের যাত্রা। এবার শিরোপার স্বাদ পায় কিনা সেটাই দেখার।
মাশরাফির ৩ উইকেটের অপেক্ষা পূর্ববর্তী

মাশরাফির ৩ উইকেটের অপেক্ষা

মোহাম্মদ আশরাফুল ‘এ’ দলে জায়গা পেলেন পরবর্তী

মোহাম্মদ আশরাফুল ‘এ’ দলে জায়গা পেলেন

কমেন্ট