গ্যারি কারস্টেন এখন ঢাকায়

গ্যারি কারস্টেন এখন ঢাকায়

আইপিএলে গ্যারি কারস্টেনের দল রয়্যাল চালেঞ্জার্স বাঙ্গালোর শেষ চারে উঠতে পারেনি। আইপিএলে কারস্টেনের কাজও শেষ। এবার তিনি বাংলাদেশ দলের জন্য নতুন কোচ নিয়োগের ব্যাপারে বিসিবিকে সহায়তা করতে পারবেন। রোববার রাতে ভারত থেকে ঢাকায় এসেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে জাতীয় দলের প্রধান পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। গত সোমবার হোটেল সোনারগাঁওয়ে গর্ডন গ্রিনিজের সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, আইপিএলে গ্যারি কারস্টেনের দল বাঙ্গালোর শেষ চারে না উঠলে ২০-২১ মে ঢাকায় আসবেন তিনি। বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান কাল বিকেলে বলেন, ‘কারস্টেনের আজ (কাল) রাতে ঢাকায় আসার কথা। ক’দিন থাকবে এ মুহূর্তে বলতে পারছি না। তার সঙ্গে কথা হলে বুঝতে পারব।’ পরে বিসিবি সূত্র নিশ্চিত করে, কারস্টেন রাত ৯টার দিকে ঢাকায় পৌঁছেছেন।
আইপিএল অভিযান শেষ মুস্তাফিজের পূর্ববর্তী

আইপিএল অভিযান শেষ মুস্তাফিজের

অবশেষে মোস্তাফিজ খেলেছেন পরবর্তী

অবশেষে মোস্তাফিজ খেলেছেন

কমেন্ট