ঘরের মাঠে ঐতিহাসিক ভরাডুবির মুখে রিয়াল মাদ্রিদ

ঘরের মাঠে ঐতিহাসিক ভরাডুবির মুখে রিয়াল মাদ্রিদ

গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামার আগেই নকআউট নিশ্চিত করে ফেলেছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ভিক্টোরিয়া প্লাজেনের কাছে রোমা হেরে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত ছিল। স্বাভাবিকভাবেই সিএসকেএ মস্কোর বিপক্ষে চাপমুক্ত হয়ে মাঠে নেমেছিলেন লস ব্লাঙ্কোসরা। নিয়মরক্ষার ম্যাচে নির্ভার কোচ সান্তিয়াগো সোলারি প্রথম একাদশে একসঙ্গে সাত পরিবর্তন করেছিলেন। সব মিলিয়ে নকআউটের আগে একটা পরীক্ষা-নিরীক্ষার আবহই ছিল। তাতে ঘরের মাঠে এমন ঐতিহাসিক ভরাডুবির মুখে পড়তে হবে রিয়ালকে, সম্ভবত স্বপ্নেও ভাবেনি কেউ। সিএসকে মস্কোর মাঠে গ্রুপপর্বের আগে ম্যাচে ১-০ গোলে হেরেছিল রিয়াল। এবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের শেষ ম্যাচে রুশ ক্লাবের কাছে ৩-০ গোলে হেরেছে রিয়াল। নিজের ঘরে লজ্জায় ডোবার সঙ্গে শঙ্কাও বাড়িয়েছেন মার্সেলো, ইস্কো- বেনেজেমারা। শুধু চ্যাম্পিয়ন্স লিগই নয়, কোনো ইউরোপীয়ান টুর্নামেন্টের ইতিহাসে ঘরের মাঠে এটিই রিয়ালের সব থেকে বড় ব্যবধানে পরাজয়। দুই লেগেই স্প্যানিশ জায়ান্টদের খাবি খাওয়াল মস্কো। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৩৪টি ম্যাচের মাত্র দু’টিতে গোল করতে ব্যর্থ রিয়াল। দু’টিই মস্কোর বিরুদ্ধে। চলতি চ্যাম্পিয়ন্স লিগে সিএসকেএ মস্কো যে দু’টি ম্যাচ জিতেছে, দু’টিই ঘরে-বাইরে রিয়ালের বিপক্ষে। ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় মস্কো। ৩৭ মিনিটে সিগার্ডসনের পাস থেকে গোল করেন ফিওদোর শালোভ। ৪৩ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন জর্জি শেনিকোভ।দ্বিতীয়ার্ধে রিয়ালের ঘাড়ে আরও একটি গোল চাপিয়ে দেয় মস্কো। ৭৩ মিনিটে নিকোলা ভ্লাসিচের পাস থেকে গোল করেন সিগার্ডসন।
নক আউটে লিওঁ বড় হার রিয়ালের পূর্ববর্তী

নক আউটে লিওঁ বড় হার রিয়ালের

তিনটি রৌপ্য পদক জিতলেন মাবিয়া পরবর্তী

তিনটি রৌপ্য পদক জিতলেন মাবিয়া

কমেন্ট