ঘূর্ণিঝড় বুলবুল: জেএসসি-জেডিসির শনিবারের পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় বুলবুল: জেএসসি-জেডিসির শনিবারের পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শনিবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য জানান। তিনি বলেন, জেএসসির স্থগিত পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসির স্থগিত পরীক্ষা ১৪ নভেম্বর হবে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডে জেএসসি এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসিতে শনিবার গণিত বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত ঘূর্ণিঝড়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান জানান, শুক্রবার রাতে জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, এ পরীক্ষা কবে নেওয়া হবে তা পরে জানানো হবে।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’: ১০ নম্বর মহাবিপদ সংকেত পূর্ববর্তী

ঘূর্ণিঝড় ‘বুলবুল’: ১০ নম্বর মহাবিপদ সংকেত

১৬ ডিসেম্বরের মধ্যে রাজাকারদের তালিকা : মোজাম্মেল হক পরবর্তী

১৬ ডিসেম্বরের মধ্যে রাজাকারদের তালিকা : মোজাম্মেল হক

কমেন্ট