চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৭,আহত ১৫

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৭,আহত ১৫

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত হয়েছে, এছাড়া আহত হয়েছে আরো কমপক্ষে ১৫ জন। আজ রবিবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে নগরীর পাথরঘাটা এলাকায় অবস্থিত বড়ুয়া ভবনের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। স্থানীয় সূত্র জানায়, পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ভবনের একাংশ ভেঙে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন বলেন, গ্যাস লাইন বিস্ফোরণে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থলে আগ্রাবাদ থেকে আসা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
মুন্সীগঞ্জে বালুবাহী জাহাজ ডুবে ৩ শ্রমিক নিখোঁজ পূর্ববর্তী

মুন্সীগঞ্জে বালুবাহী জাহাজ ডুবে ৩ শ্রমিক নিখোঁজ

বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৩ হাজার কৃষক পেল বিনামূল্যের কৃষি উপকরণ পরবর্তী

বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৩ হাজার কৃষক পেল বিনামূল্যের কৃষি উপকরণ

কমেন্ট