চট্টগ্রাম সিটি মেয়রসহ ৮ জনকে আইনি নোটিশ

চট্টগ্রাম সিটি মেয়রসহ ৮ জনকে আইনি নোটিশ

কর্ণফুলী নদী রক্ষায় হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ আটজনকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ। আজ সোমবার দুপুরে তাঁদের কাছে ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়। মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, কর্ণফুলী নদীর তীরে অবৈধ দখল-সংক্রান্ত একটি প্রতিবেদন ২০১০ সালে গণমাধ্যমে প্রকাশিত হয়। এই প্রতিবেদন নিয়ে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট করা হয়। রিটের ওপর শুনানি শেষে আদালত একটি রুল জারি করেন। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি কাশেফা হোসেনের আদালত চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে থাকা দুই হাজার ১৮১টি অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেন। রায়ে ১১ দফা নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় ৯০ দিনের মধ্যে বিবাদীদের নদীর জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, জলাধার সংরক্ষণ আইনের ৫, ৮, ৬(ঙ), ১৫ ধারার বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছিলেন আদালত। ২০১৬ সালের ১৬ আগস্টের এ রায়ের অনুলিপি বিবাদীদের কাছে পাঠানো হলেও আজ পর্যন্ত কর্ণফুলী নদীর অবৈধ দখল উচ্ছেদের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে আজ বাদীপক্ষের আইনজীবী মনজিল মোরসেদ এ আটজনকে নোটিশ পাঠিয়ে সাত দিনের মধ্যে আদালতের রায় অনুসারে কর্ণফুলী নদীর জায়গা দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদের অনুরোধ জানান। মনজিল মোরসেদ বলেন, ‘চট্টগ্রাম সিটি মেয়র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম পুলিশ কমিশনার, পরিবেশ অধিদপ্তরের ডিজি, চট্টগ্রামের জেলা প্রশাসক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়েছে।’
গাজীপুর সিটিতে ভোটগ্রহণ চলছে পূর্ববর্তী

গাজীপুর সিটিতে ভোটগ্রহণ চলছে

লালমনিরহাটে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত পরবর্তী

লালমনিরহাটে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

কমেন্ট