চবিতে পাঁচ টাকায় মিলবে স্যানিটারি ন্যাপকিন

চবিতে পাঁচ টাকায় মিলবে স্যানিটারি ন্যাপকিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্যানিটারি ন্যাপকিনের আটটি ভেন্ডিং মেশিন উদ্বোধন করা হয়েছে। এখানে পাঁচ টাকার কয়েন ফেললেই পাওয়া যাবে ন্যাপকিন বা প্যাড। এই সেবা পাবে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার ছাত্রী। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এর উদ্বোধন করেন অনুষদটির ডিন অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া। মার্কেটিং বিভাগের সভাপতি ড. মো. জাভেদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালামত উল্যা ভূঁইয়া বলেন, এই ভেন্ডিং মেশিন স্থাপনের মাধ্যমে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ে বিরাট অগ্রগতি সাধিত হবে। অনেক দেশের মতো আমাদের দেশে নারী স্বাস্থ্যের বিষয়ে কখনো কোনো কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হয় না। সে জায়গা থেকে এরকম একটি উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি আরো বলেন, আমাদের দেশের নারীদের ১২ থেকে ৪০ বছর বয়সে শারীরিক প্রয়োজনে স্যানিটারি ন্যাপকিন ব্যাবহারের প্রয়োজন হয়। সেক্ষেত্রে তারা দোকান থেকে এটি কিনতে ইতস্ত বোধ করে। অধিকাংশ সময় দেখা যায় পরিবারের পুরুষদের দিয়ে এটা সংগ্রহ করা হয়। তাও আবার সেটি থাকে কাগজে মোড়ানো। তাই বিশ্ববিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন চালুর মাধ্যমে মেয়েরা সেই উতস্তবোধ থেকে রেহায় পাবে বলে আশা করি। একই সঙ্গে তাদের স্বাস্থ্যও নিরাপদ থাকবে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি ড. মো. সাহিদুর রহমান, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শাহনেওয়াজ মাহমুদ সোহেল, মার্কেটিং বিভাগের সাবেক সভাপতি ড. সজীব কুমার ঘোষ, এলজি কম্পানির বাংলাদেশ অ্যাম্বাসেডর ডি. কে. সন। এ সময় উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক এইচ এম কামরুল হাসান, চবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা
সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা পূর্ববর্তী

সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

নির্ধারিত সময়ে স্কুলে আসা-যাওয়ার শপথ নিলেন ১৪৩ প্রধান শিক্ষক পরবর্তী

নির্ধারিত সময়ে স্কুলে আসা-যাওয়ার শপথ নিলেন ১৪৩ প্রধান শিক্ষক

কমেন্ট