চলতি অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা ৪৪ বিলিয়ন ডলার

চলতি অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা ৪৪ বিলিয়ন ডলার

চলতি অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা ৪৪ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পণ্য রফতানিতে ৩৯ বিলিয়ন এবং সেবা খাতে ৫ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ বুধবার দুপুরে সচিবালয়ে তোফায়েল আহমেদ ২০১৮-২০১৯ অর্থ বছরের রফতানির এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, গত অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৪১ বিলিয়ন মার্কিন ডলার। রফতানি হয়েছে ৪০ বিলিয়ন ৯৪৯ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। এছাড়া ২০১৭-১৮ সালে প্রবৃদ্ধি ছিল রফতানি খাতে ৬ দশমিক ৩৬ ভাগ ও সেবা খাতে ৭ দশমিক ৪৩ ভাগ। আর নতুন অর্থ বছরে রফতানিতে প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬ দশমিক ৪৭ ভাগ। পাশাপাশি গার্মেন্টস বা তৈরি পোষাক খাতে রফতানি লক্ষ্যমাত্রা ৩২ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬ দশমিক ৭৮ ভাগ। গত বছর এই লক্ষ্যমাত্রা ছিল ৩০ দশমিক ৬১ বিলিয়ন ডলার। রফতানি হয়েছিল ৩১ বিলিয়নের কাছাকাছি। প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৭৬ ভাগ। মন্ত্রী এও বলেন, রফতানির এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালে দেশের মোট রফতানি ৬০ বিলিয়ন ছাড়িয়ে যাবে।
৪২৩৩ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক পূর্ববর্তী

৪২৩৩ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

আকিজের তামাক ব্যবসা কিনে নিল জাপান টোব্যাকো পরবর্তী

আকিজের তামাক ব্যবসা কিনে নিল জাপান টোব্যাকো

কমেন্ট