'চলমান প্রকল্পগুলোর গতি বাড়ানোর তাগিদ এডিবির'

'চলমান প্রকল্পগুলোর গতি বাড়ানোর তাগিদ এডিবির'

এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির আবাসিক প্রধান মনমোহন প্রকাশ। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলনগরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক শেষে এ কথা বলেন মনমোহন প্রকাশ। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি। ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরো প্রগাঢ় হবে।’ অন্যদিকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এডিবি বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। সংস্থাটির সঙ্গে আমাদের উষ্ণ সম্পর্ক আছে। বৈঠকে আমরা দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কথা বলেছি। আমরা আশা করছি, নতুন সরকারের সঙ্গে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে নতুন নতুন খাতে তাদের সহযোগিতা আসবে।’ অর্থমন্ত্রী বলেন, ‘এডিবি চায় তাদের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর সঠিক বাস্তাবায়ন। আমরাও প্রকল্প বাস্তবায়ন বাড়িয়ে দিয়েছি। আমরা আশা করি, নতুন সরকারের সঙ্গে তাদের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে। যেসব প্রকল্পে আমরা তাদের সহযোগিতা পাচ্ছি, এগুলো চলমান থাকবে। পাশাপাশি নতুন এলাকায়ও আমরা তাদের সহযোগিতা পাব। আমরা সেগুলো নিয়ে আলাপ করেছি।’
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন অ্যাঞ্জেলিনা জোলি পূর্ববর্তী

সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন অ্যাঞ্জেলিনা জোলি

১ ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাত্রা! পরবর্তী

১ ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাত্রা!

কমেন্ট