চাঁদপুরে চুরি যাওয়া কম্পিউটারসহ গ্রেপ্তার ৩

চাঁদপুরে চুরি যাওয়া কম্পিউটারসহ গ্রেপ্তার ৩

চাঁদপুরে পরিবেশ অধিদপ্তরের চুরি যাওয়া কম্পিউটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের মিশন রোডে খান এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান থেকে কম্পিউটারসহ তাদের গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। আজ শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, গত বুধবার গভীর রাতে চাঁদপুর স্টেডিয়াম রোডে অবস্থিত একটি ভবনের দোতলায় পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের ভেন্টিলেটর ভেঙে চোরের দল কম্পিউটারের দুটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ), একটি মনিটর ও একটি প্রিন্টার নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় ওই অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে সদর মডেল থানায় মামলা করেন। এদিকে, মামলার পর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ালীউল্যাহ উপ পরিদর্শক রাশেদ জামানকে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও আসামীদের গ্রেপ্তারের দায়িত্ব প্রদান করেন। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের মিশন রোডের খান এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জিয়াউর রহমান শান্ত (৩০), বিল্লাল হোসেন (২৮) ও জুম্মন খান (৪০) কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া কম্পিউটার সামগ্রি উদ্ধার করে পুলিশ। এদিকে, আজ শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় শুনানি শেষে আদালত অভিযুক্তদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বগুড়ায় স্কুলের প্রধান শিক্ষককে হত্যা, আটক ২ পূর্ববর্তী

বগুড়ায় স্কুলের প্রধান শিক্ষককে হত্যা, আটক ২

গেণ্ডারিয়ায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশ আহত পরবর্তী

গেণ্ডারিয়ায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশ আহত

কমেন্ট