চাঁদরাতে আগুনে নিঃস্ব হলো অটোচালকের পরিবার

চাঁদরাতে আগুনে নিঃস্ব হলো অটোচালকের পরিবার

চাঁদরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেলেন সিরাজগঞ্জের তাড়াশের অটোচালক সিরাজুল ইসলাম। রবিবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া পশ্চিম পাড়ায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি তাড়াশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আব্দুলাহ আল মাহমুদ নিশ্চিত করেছেন। জানা গেছে, ওই রাতে বাড়ির বারান্দায় রাখা একটি ব্যাটারিচালিত অটোভ্যানের ব্যাটারিতে বৈদ্যুতিক চার্জ দেওয়ার সময় তা বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। সেই আগুন মুহূর্তের মধ্যে অটোচালকের সিরাজুলের দুটি ঘরে লেগে, পুরো বাড়িতে তা ছড়িয়ে পড়ে। এতে ওই অটোচালকের ঘরে রাখা একটি ব্যাটারিচালিত অটো, আসবাবপত্র, ধান, চাল, নগদ টাকাসহ ঘরে রাখা প্রায় ৭ লাখ মূল্যের সকল সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট গ্রামবাসীদের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ সোমবার সকালে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে নগদ অর্থ সহায়তা করেন।
লংগদুতে আরো এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত পূর্ববর্তী

লংগদুতে আরো এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

বগুড়ায় ঈদের নামাজ আদায় নিয়ে সংর্ঘষ, আহত ১ পরবর্তী

বগুড়ায় ঈদের নামাজ আদায় নিয়ে সংর্ঘষ, আহত ১

কমেন্ট