চাঁদের 'অদেখা' অংশে চীনা অভিযান!

চাঁদের 'অদেখা' অংশে চীনা অভিযান!

পৃথিবী থেকে সবসময়ে চাঁদের একটি অংশই দেখা যায়। আর অপর অংশটি 'কালো' (ডার্ক সাইট) বা 'অদেখা' অংশ হিসেবে পরিচিত। এবার চাঁদের সেই 'অদেখা' অংশে রোবট যান নামানোর অভিযান শুরু করেছে চীন। চীনা গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। চীনের এই অভিযানের নাম চাং'ই-৪। এই অভিযানে চাঁদে 'ভন কারমান ক্র্যাটার' নামের অংশে রোবট যানটি নামবে। চাঁদের এই অংশটি কখনো পৃথিবীর দিকে ঘোরে না। তাই এই অংশটি নিয়ে মানুষের অনেক আগ্রহ রয়েছে। জানা গেছে, শিচ্যাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে রোবটটি পাঠানো হয়েছে। এই অভিযানের মাধ্যমে চাঁদের পাথর আর মাটির নমুনা সংগ্রহ করা সম্ভব হবে। জানুয়ারি মাসের প্রথম দিকে রোবটটি চাঁদে অবতরণ করতে পারবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, চাঁদের অদেখা ওই অংশটি নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। কারণ সেখানে নানা উপাদানে সমৃদ্ধ এলাকা চাঁদের দক্ষিণ মেরুর 'আইকন বেসিন' অবস্থিত। কোটি কোটি বছর আগে একটি বিশাল উল্কাপিণ্ডের আঘাতের কারণে এই এলাকাটি তৈরি হয়েছে বলে ধারণা করা হয়।
১০ জিবি র‌্যামের ফোন নিয়ে এলো ওয়ানপ্লাস পূর্ববর্তী

১০ জিবি র‌্যামের ফোন নিয়ে এলো ওয়ানপ্লাস

১০ মিনিটে ক্যানসার শনাক্তকরণের পদ্ধতি উদ্ভাবন পরবর্তী

১০ মিনিটে ক্যানসার শনাক্তকরণের পদ্ধতি উদ্ভাবন

কমেন্ট