চান্দিনায় মাদক আখড়ায় অভিযান, ৭ জনকে কারাদণ্ড

চান্দিনায় মাদক আখড়ায় অভিযান, ৭ জনকে কারাদণ্ড

কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদকের আখড়া হিসেবে চিহ্নিত রূপনগরের ঈমান বাড়িতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনা উপজেলা সদরের ওই বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে ৭০টি ইয়াবা বড়ি ও ৩৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ওই সাতজনকে হাজির করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাকারিয়া পুরুষ মাদক ব্যবসায়ীদের এক বছর সশ্রম কারাদণ্ড দেন। আর নারীদের আট মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন রূপনগর এলাকার ঈমান বাড়ির লিলি বেগম (৪৩), পারভীন (৪৭), পান্না (৩১), শিরিন আক্তার (৩৬), মহসিন মিয়া (৫৫), শরীফ হোসেন (২৫) ও ইউনুছ আলী (৪০)। র‍্যাব-১১ এর কমান্ডিং অফিসার মেজর আতাউর রহমান জানান, এখানে নিয়মিত মাদক বেচাকেনা হয় এবং মাদক ক্রেতা ও বিক্রেতারা সব সময় এখানে সক্রিয় থাকে। ওই বাড়িটির প্রতি আমাদের গোয়েন্দা নজরদারী ছিল। সন্ধ্যায় অভিযানে তাঁদের আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এরপর আদালত সাতজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।
বিকাশ প্রতারণা চক্রের দুই সদস্য আটক ভাঙ্গায় পূর্ববর্তী

বিকাশ প্রতারণা চক্রের দুই সদস্য আটক ভাঙ্গায়

চা বাগানে সাঁওতাল কলেজছাত্রীর লাশ, ‘প্রেমিক’ গ্রেপ্তার পরবর্তী

চা বাগানে সাঁওতাল কলেজছাত্রীর লাশ, ‘প্রেমিক’ গ্রেপ্তার

কমেন্ট