চার বছর পর অভিজিৎ হত্যার অভিযোগপত্র, আসামি ছয়জন

চার বছর পর অভিজিৎ হত্যার অভিযোগপত্র, আসামি ছয়জন

ব্লগার ও মুক্তমনা লেখক অভিজিৎ রায় হত্যার ঘটনার চার বছর পর ছয়জনকে আসামি করে অভিযোগপত্র চূড়ান্ত করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। আজ সোমবার সকালে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অভিযোগপত্রটি অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদনের পরই তা আদালতে দাখিল করা হবে।’ এদিকে গতকাল রোববারই ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারীর আদালত অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ মার্চ দিন রেখেছেন। মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় অভিজিতের স্ত্রী বন্যাও গুরুতর আহত হন। এ ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বাদী হয়ে ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের তদন্তে পুলিশকে সহায়তা করতে ঢাকায় আসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি করে পুলিশ।
নির্বাচনকে যেন কেউ প্রশ্নবিদ্ধ না করতে পারে : সিইসি পূর্ববর্তী

নির্বাচনকে যেন কেউ প্রশ্নবিদ্ধ না করতে পারে : সিইসি

আমিরাতের সঙ্গে চারটি সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে বিনিয়োগ আশা পরবর্তী

আমিরাতের সঙ্গে চারটি সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে বিনিয়োগ আশা

কমেন্ট