চালককে পুলিশের মারধরের প্রতিবাদে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ

চালককে পুলিশের মারধরের প্রতিবাদে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে এক ট্রাক চালককে পুলিশ সদস্যের মারধরের প্রতিবাদে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে যানবাহন শ্রমিকরা। সকাল ৮টার দিকে এই ঘটনার সূত্রপাত হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেতুতে ট্রাক চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের অভিযোগ, সকালে বঙ্গবন্ধু সেতু পূর্বপার এলাকায় সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলাচলকারী একটি ট্রাক থামিয়ে চাঁদা দাবি করেন। ওই ট্রাক চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার মুখমন্ডলে আঘাত করেন এসআই নূরে আলম। এতে ওই ট্রাক চালকের চোখ ফুলে যায়। এই খবর ছড়িয়ে পড়লে, সেতু দিয়ে চলাচলকারী অন্য ট্রাক চালকরা সকাল ৮টার পর বঙ্গবন্ধু সেতু পূর্বপাশে মহাসড়কের ওপর এলোপাথারিভাবে ট্রাক রেখে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এই ঘটনায় সেতু পূর্বপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
কওমী শিক্ষার্থী-সাদপন্থীদের সংঘর্ষ, আহত ১০ পূর্ববর্তী

কওমী শিক্ষার্থী-সাদপন্থীদের সংঘর্ষ, আহত ১০

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ পরবর্তী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কমেন্ট